Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Food safety awareness program in Hira mia girls high school held on 27 October 2022
Details
গত ২৭ অক্টোবর  ২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি, হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যলয়, নবীগঞ্জ,হবিগঞ্জ  এ অনুষ্ঠিত  হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সম্মানিত সচিব,জনাব আব্দুন নাসের খান।সভাপতি হিসেবে ছিলেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শাহীন দেলোয়ার ( ভারপ্রাপ্ত) ও প্রধান অতিথি ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রদীপ রঞ্জন দাস। কর্মসূচিতে ছাত্রীদের খাদ্যের নিরাপদতার বিভিন্ন দিক  তুলে ধরা হয়। তাদেরকে বাইরের খোলা খাবার, লিখিত কাগজে বা সংবাদপত্রের কাগজে ঝালমুড়ি, চানাচুর খেতে বিরত থাকতে বলা হয় কারণ এসব লিখিত কাগজে  ক্ষতিকর  রাসায়নিক মিশ্রিত থাকে যা খাবারের সাথে পেটে  গেলে কিডনি, ক্যান্সার সহ নানাবিধ রোগ হয়।
সভাপতি  তার বক্তব্য বলেন, জাতীর ভবিষ্যত প্রজন্ম  রক্ষায় নিরাপদ খাদ্য খুবই দরকার। তিনি বলেন নিরাপদ খাদ্যের ৫ টি চাবিকাঠি মেনে চলতে, এসময় তাদের মাঝে সচেতনতামুলক লিফলেট, পোস্টার বিতরন করা হয়। উক্ত কর্মসূচিটি মূল সঞ্চালনা করেন হবিগঞ্জ  জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ শাকিব হোসাইন। তিনি তাদেরকে ফরমালিন নিয়ে সুন্দর একটি ধারনা দেন, যারে করে সবাই প্রচলিত বিপরীত ধারণা থেকে বের হয়ে  ফল খেতে কোন সংকোচ  বোধ না করেন।
Attachments
Publish Date
27/10/2022
Archieve Date
31/08/2023