শিরোনাম
২৭ অক্টোবর ২০২২ খ্রি. জনপ্রতিনিধিদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
বিস্তারিত
আজ ২৭ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত ও নবীগঞ্জ উপজেলা প্রশাসন এর সহযোগিতার নবীগঞ্জ উপজেলা পরিষদে জনপ্রতিনিধিদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে জনাব আব্দুন নাসের খান, সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব ফজলুল হক সেলিম চৌধুরী, নবীগঞ্জ পৌরসভা মেয়র জনাব ছাবির আহমেদ চৌধুরী। সভাপতি হিসেবে ছিলেন
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহীন দেলোয়ার (ভারপ্রাপ্ত)। আরো ছিলেন নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নবীগঞ্জ পৌরসভা মেয়র ও সম্মানিত কাউন্সিলবৃন্দ। বিশেষ অতিথি তার বক্তব্য জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেন দেশের খাদ্য নিরাপদতার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন সভায় বা সমাবেশে তাদের নিরাপদ খাদ্য নিয়ে জনগনকে সচেতন করতে হবে। প্রান্তিক পর্যায়ের উৎপাদিত খাদ্যশস্যতে যাতে কিটনাশক বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিক সার মিশ্রিত করা না হয় সেই দিকে নজর রাখতে। এছাড়া ফরমালিন নিয়ে জনগননের মনে যে নেতিবাচক প্রভাব তা টিভিসির মাধ্যমে সবাইকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ধারনা দেওয়া হয়। উন্মুক্ত আলোচনায় অনেকে বলেছেন বাজার মনিটরিং জোরদারকরণ করতে,প্রতি মাসে যদি একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় তাহলে অসাধু ভেজাল মিশ্রিত ব্যবসায়ীরা সর্তক হবে, প্রয়োজনে মোবাইল কোর্ট করতে হবে বলে এমনটাই অনেকে তাদের বক্তব্য বলে থাকেন।
উক্ত সেমিনারটি মূল সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ শাকিব হোসাইন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা একটি প্রেজেন্টেশন স্লাইড শো এর মাধ্যমে ফরমালিনের উপর একটি সুন্দর ও দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব উত্তম কুমার পাল তার বক্তব্য বলেন নিরাপদ খাদ্য বর্তমান সরকারের একটি সময় উপযোগি কার্যকর সিদ্ধান্ত, এর মাধ্যমে আমাদের ভবিষ্যত প্রজন্ম মেধা মননে বিকশিত হবে কারন বর্তমানে যে হারে অসাধু ব্যবসায়ীরা সামান্য লাভের আশায় ব্যপক হারে খাদ্য ভেজাল মিশ্রিত করছে। পরিশেষে সভাপতি তার বক্তব্য জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় নিরাপদ খাদ্যের উপর ব্যপক প্রচারণা ও জনগনের মনে সচেতনতা তৈরি করতে সকলকে আহবান জানান।